রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০০৯

মেঠোজন-এর সাংস্কৃতিক পরিবেশনা


বৃহস্পতিবার গেলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে।
পল্লী মঙ্গল সমিতি ও যুব উন্নয়ন সংঘ আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাংলা গানের দল মেঠোজন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলা স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আসলাম সওদাগর, অনুষ্ঠানের মূল আয়োজক ও পৃষ্টপোষক আতিকুর রহমান রাজা, মহিবুল হক খোকন, মেঠোজন চেয়ারম্যান ও এটিএন বাংলা কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর, এনটিভি'র স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপক সাকলাইন রাসেল, সমাজকর্মী নারায়ন চন্দ্র সরকার প্রমূখ। পরে রংপুর বেতারের ঘোষক মেঠোজনের সদস্য সচিব বশির আহমেদের উপস্থাপনায় সোহেলী রোকসানা, লাভলী সরকার, জাহিদ হাসান মিলু, রতন সরকার সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অনুরাধা। এছাড়াও বাংলাদেশের একমাত্র হরবোলা কৌতুক অভিনেতা আকতারুল ইসলাম কৌতুক পরিবেশন করেন। এ সময় দোতারা সংগত করেন নারায়ন চন্দ্র রায়, বাঁশী- বিপিন চন্দ্র, কীবোর্ড- লিটন এবং প‌্যাড ড্রামস বাজান মাসুদ। এছাড়াও অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন এরশাদ, আলীম প্রমূখ।

0 মন্তব্য(গুলি):