শনিবার, ৮ আগস্ট, ২০০৯

মার্কিন ও বাংলা'র সেনাদের সাথে কয়েকঘন্টা

কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরের মার্কিন সেনা এবং বাংলাদেশের সেনাবাহিনী যৌথভাবে স্বাস্থ্যসেবা ও ২টি স্কুলঘর নির্মান করছে। আজ সকালে প্রথম আলো'র সফি খান, সংবাদ'র মমিনুল ইসলাম মঞ্জু, ইত্তেফাক'র ফজলে ইলাহী স্বপন, দিগন্ত টিভি'র রেজাউল করিম রেজা এবং জেলা তথ্য অফিসার নুরুন্নবী খন্দকারসহ আমি তাদের কাজকর্ম দেখতে গেলাম। ফিরে এসে রিপোর্ট করলাম। এটিএন-এ এবং যায়যায়দিনে।গতকাল গিয়েছিলাম আইন কলেজের অধ্যক্ষ আব্রাহাম লিংকনসহ লালমনিরহাট-এ অনুষ্ঠিত কবিতা উৎসবে।

0 মন্তব্য(গুলি):